
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর বিশেষ টহল অভিযান শুরু হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ওয়াবদা গেট এলাকা থেকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি বিশাল টহল দল মাঠে নামে। পরবর্তী সময়ে তারা বগুড়া সদর-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পয়েন্ট প্রদক্ষিণ করে।
টহল চলাকালে যৌথবাহিনীর সদস্যরা এলাকায় নজরদারি জোরদার করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিরাপত্তা-বিষয়ক বিভিন্ন তথ্য নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে জনমনে নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করতেই এ বিশেষ টহল চালু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।