
মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ধুনট উপজেলার ভরণশাহী গ্রামের বাসিন্দা প্রদীপ (৪৫) বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ধুনটগামী একটি সিএনজিকে সামনে থাকা অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাস ধাক্কা দিলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান। আহত অপর যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের দাবি, সকালবেলার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে।