
প্রতিনিধি – ইমদাদুল হক (মৃদুল)
বগুড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজ বিকেলে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শহরের আলতাফুনেছার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
দোয়ায় জেলা বিএনপির ২৪টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাদ আছর নামাজের পর জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বক্তব্যে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে এবং তার অসুস্থতার জন্য বর্তমান সরকার দায়ী। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবার দেশের মানুষের জন্য কাজ করবেন।
গণদোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। অনুষ্ঠানে অংশ নেন জেলা ও শহর বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।