
বগুড়া, মো: রবিউল ইসলাম:
বগুড়ায় গাছের গুড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাইক্রোবাসে পাচারের সময় ৩৬ কেজি গাঁজা উদ্ধার এবং এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় একটি হাইচ মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাসের ভেতর থেকে কয়েকটি গাছের গুড়ি বের করে কুড়াল দিয়ে চিড়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তা মো: ইকবাল বাহার জানান, গুড়িগুলোর মধ্যে ফাঁকা করে বক্সের মতো জায়গা তৈরি করে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। গাড়িটি নওগাঁর দিকে যাচ্ছিল। এর আগে বগুড়া শহরের চারমাথায় প্রথমে গাড়িটি আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গাড়ি এগোতেই ডিবির টিম তার পিছু নেয়।