
বগুড়া পুলিশ লাইন্স বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার: অস্ত্রাগার, হাসপাতাল ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ইমদাদুল হক মৃদুল
২৩ নভেম্বর রবিবার বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম বগুড়া জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে তিনি জেলার পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সততা ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।
পরিদর্শন শুরুতেই পুলিশ সুপার মহোদয় রিজার্ভ অফিসসহ পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, মোটরযান শাখা, ডি-স্টোর ও ক্লোথিং স্টোর পরিদর্শন করে কার্যক্রম পর্যালোচনা করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
অস্ত্রাগার ও সরঞ্জামাদি: অস্ত্রাগারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং সংরক্ষিত সরঞ্জামাদি সুষ্ঠুভাবে ব্যবহারের নির্দেশনা।
চিকিৎসা সেবা: পুলিশ হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
যানবাহন ও সরঞ্জাম: যানবাহনের সঠিক ব্যবহার, ডি-স্টোরে রায়ট গিয়ার সংরক্ষণ এবং ক্লোথিং স্টোরে পোশাক সামগ্রী যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা।
পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম সকল পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা, কঠোর শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা বজায় রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), আরআই, আওআইসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।