
মোঃ রফিকুল ইসলাম
(কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা যাচাইয়ের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা–২০২৫’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
এ পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র সচিব ও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু)। এছাড়া কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা লিপিকা রানী এবং ফাইট আনটিল লাইট (ফুল)-এর পরিচালক আব্দুল কাদেরসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফাইট আনটিল লাইট (ফুল)-এর পরিচালক আব্দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু) জানান, পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিক্ষাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।