
মোঃ রফিকুল ইসলাম
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি
আমার সকাল 24
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতা ও তরুণদের সমন্বয়ে এক দিনের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়। এতে অংশ নেন ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কাজী, ধর্মীয় নেতৃবৃন্দ, নারী সংগঠক এবং যুব প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। তিনি বলেন,
“বাল্যবিবাহ শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এছাড়াও বক্তব্য দেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলম, বড়ভিটা জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ, বড়ভিটা ইউনিয়নের কাজী আশরাফুল আলম, হিন্দু সম্প্রদায়ের বিবাহ নিবন্ধক শ্রী সুনীল চন্দ্র, কাশীপুর ইউনিয়নের ইউপি সদস্য ছালেক উদ্দিন এবং শিমুলবাড়ী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পারুল বালা সেন।
কর্মশালায় তরুণদের সংগঠন ‘গার্লস আউট লাউড’-এর মডারেটর তাসলিমা ও ‘চ্যাম্পিয়ন মা’ নার্গিস আক্তার তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা ও তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
আলোচকবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় নেতৃত্ব, অভিভাবক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের ঝুঁকি, আইন, প্রতিরোধ কৌশল এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে আরও সচেতনতা কার্যক্রম এবং কিশোর-কিশোরীদের নিয়ে বিশেষ সেশন আয়োজন করা হবে।