মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরে গলায় ফাঁস লাগিয়ে মৃদুলা বিশ্বাস (১৮) নামে সারদা সুন্দরী মহিলা কলেজের এক এইচএসসি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মৃদুলা বাবা-মায়ের সঙ্গে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ২০২৫ সালে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্র, বন্ধু ও পুলিশ জানায়, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে এবং ৩.৯২ জিপিএ পাওয়ায় বাবা-মায়ের বকুনির পর মৃদুলা মানসিকভাবে ভেঙে পড়েন। অভিমানে কাউকে কিছু না জানিয়ে তিনি বালিশের নিচে একটি সুইসাইড নোট রেখে বাথরুমের ভেন্টিলেটরের রডে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।