
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা থানার আতাদী এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ঢাকামুখী সার্ভিস লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—অভিযানে রবিউল আহমেদ রুবেল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর কোতোয়ালি থানার বেজপাড়া শংকরপুর এলাকার বাসিন্দা মো. আকবর আলীর ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল, একটি কাভার্ড ভ্যান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মাদক ও আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।