
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার হোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি হোটেল পরিচালনায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি হোটেলে অতিথিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্টের কপি সংরক্ষণ করে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে হবে, যাতে অপরাধ প্রতিরোধ ও অপরাধী শনাক্তকরণে পুলিশের কার্যক্রম আরও সহজ ও কার্যকর হয়।
পুলিশ সুপার আরও নির্দেশ দেন হোটেলের প্রবেশপথ, করিডোর ও লবিসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সচল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত পরিচালনার জন্য। কোনো অতিথির আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা বা স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।
তিনি হোটেল মালিক, ম্যানেজার ও স্টাফদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, হোটেলগুলোতে কোনো অসামাজিক কার্যক্রম, পতিতাবৃত্তি বা অনৈতিক বাণিজ্য যেন না হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন হোটেলের মালিক উপস্থিত ছিলেন।