
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চাকরিচ্যুত পুলিশ সদস্য রফিকুল ইসলাম (৪৭) এবং আজিজুল আকন (২৩)। অভিযানে রফিকুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং আজিজুল আকনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, দুই অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতদের সোমবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলে উপপরিচালক শিরীন আক্তার জানান।