
মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর, ২ ডিসেম্বর (ক্রাইম রিপোর্টার মো: শাহীন হাওলাদার): ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। অভিযানে গুড় তৈরিতে ব্যবহৃত বিপজ্জনক কেমিকেলও উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি পুরো কারখানাটি সিলগালা করে মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদও উপস্থিত ছিলেন।
কারখানাটি ছিল অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশে পরিচালিত। তদন্তে জানা গেছে, এখানে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিটাগুড়, নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, নন-ফুড গ্রেড রঙ ও ফ্লেভার, পচা ও নষ্ট মিষ্টি, ময়দা, সোডা, চিনি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কেমিকেল মিশিয়ে খেজুর ও আখের গুড় তৈরি করা হতো।
নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদ জানান, কারখানাটি মূলত রাতের অন্ধকারে ভেজাল গুড় উৎপাদন করে ফরিদপুর, ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করতো।