
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডের গুহলক্ষ্মীপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে তাঁর নিজ বাসভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
গুহলক্ষ্মীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মুজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
এছাড়া বক্তব্য দেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর সদর উপজেলা আমির মোঃ জসিম উদ্দিন,
পৌর আমির ডা. এহসানুর মাহাবুব রুবেল।
স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন—
রাশেদুল আবেদীন আক্কাস, ফরিদ আহমেদ নান্টু, আইয়ুব আলী মোল্লা, জাকির হোসেন মিলন, ফজলুল করিম রানা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মোহাম্মদ সরোয়ার, হারুন মন্ডল, রুবেল মোল্লা, শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ফয়জুর রহমান, মোহাম্মদ ফরহাদ, হাবিবুর রহমান মোল্লা, আইয়ুব মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরিদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব।
দল–মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তারা।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।