
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪৭ জন আসামির বিরুদ্ধে আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণা করবে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ২০২৩ সালের ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন।
তিনটি মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারপ্রধান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিধি-বহির্ভূতভাবে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। মামলাগুলোতে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং রাজউকের সাবেক সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে।
গত ১৭ নভেম্বর মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর আগে গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার অধিকাংশ আসামি পলাতক থাকায় তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি। তবে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য খোরশেদ আলমের পক্ষে আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন।