
নিউজ ডেক্স, আমার সকাল ২৪
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘ন্যাশনাল ক্রাশ’। তাঁর হাসি ও পর্দায় স্বাভাবিক অভিনয় মন জয় করেছে কোটি ভক্তের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— “মেয়েদের মতো পুরুষদেরও কি প্রতি মাসে পিরিয়ড হওয়া উচিত বলে মনে করেন?”
জবাবে রাশমিকা বললেন, “হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।”
তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, “রাশমিকা সবসময় স্পষ্টভাষী। মনের কথা বলেন।”
অন্যদিকে অনেকেই তীব্র সমালোচনা করে মন্তব্য করেছেন— “তিনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কথা বলেছেন।”
এদিকে রাশমিকা এ বিতর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর আগেও অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেছিলেন, “পুরুষদের যদি ঋতুস্রাবের ব্যথা হতো, তবে হয়তো বিশ্বে যুদ্ধ লেগে যেত।”
রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ছবি ‘থামা’-তে আয়ুষ্মান খুরানার সঙ্গে। ছবিটি বিশ্বজুড়ে ইতোমধ্যে আয় করেছে ১৫০ কোটি রুপি। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে ২৪ কোটি রুপি আয় করেছিল।