মোঃ রাসেল আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি, আমার সকাল ২৪
ঠাকুরগাঁও জেলার ভারতের সীমান্তঘেঁষা পীরগঞ্জ থানায় ভয়াবহভাবে বেড়ে গেছে মাদকসেবন ও মাদকদ্রব্যের কেনাবেচা। গ্রাম থেকে শহর— সর্বত্রই এখন মাদকের প্রভাব ছড়িয়ে পড়েছে উদ্বেগজনক হারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার সুযোগ নিয়ে চোরাকারবারিরা সহজেই পাচার করছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক। এইসব মাদক স্থানীয় তরুণদের হাতে পৌঁছে যাচ্ছে খুব সহজেই, ফলে দিন দিন বেড়ে যাচ্ছে আসক্তির সংখ্যা।
এদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালেও মাদকের এই ভয়াবহতা কিছুতেই থামছে না। অনেক সময় অভিযানে ধরা পড়লেও আইনের ফাঁকফোকর গলে বা জামিনে বের হয়ে আবারও পুরোনো ব্যবসায় ফিরে যাচ্ছে মাদক কারবারিরা।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, শুধু অভিযানের মাধ্যমে নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পরিবার পর্যায়ে কঠোর নজরদারির মাধ্যমেই এই মরণনেশার প্রতিরোধ সম্ভব।
তারা আরও জানান, স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি ও পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধির মাধ্যমে তরুণ সমাজকে রক্ষা করা জরুরি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন,
“আমরা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছি। কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটকও করা হয়েছে। তবে সীমান্ত এলাকা হওয়ায় মাদক প্রবেশ রোধে আরও শক্ত পদক্ষেপ প্রয়োজন।”
মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।