মো. আরফান আলী :
শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে “জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন”-এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর বিরহলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল আহাম্মেদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এমওডিসি ডা. পিয়াস দৈব্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শিকা মোছা. শাহনাজ বানু এবং মেডিকেল টেকনোলজিস্ট (EPI) ইকরামুল হক।
উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফ (UNICEF)।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এক ডোজ Typhoid Conjugate Vaccine (TCV) দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত এবং অপ্রাতিষ্ঠানিকভাবে ১৩ নভেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে।