
পিরোজপুর প্রতিনিধি
(কাউখালী)
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনয়ন পেয়েছেন ড. ফয়সাল খান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি এ মনোনয়ন লাভ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) কাউখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. ফয়সাল খান বলেন, গণতন্ত্র, সুশাসন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। পিরোজপুর-২ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।