ঢাকা: আজ ২ মার্চ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (বাচসাস) কর্তৃক আয়োজিত একটি পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। তবে, সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান এই পিকনিকের দাওয়াত পাননি। এ ঘটনায় তিনি বেশ ক্ষুব্ধ ও হতাশ।
জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, “আমি তিনবার বাচসাসের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। অথচ, আজকের পিকনিকে আমাকে কোনো দাওয়াতপত্র পাঠানো হয়নি। এটা সংকীর্ণ মানসিকতার পরিচয়।”
তিনি আরও বলেন, “বর্তমান কমিটি গত দুই বছর ধরে তেমন কোনো কাজ করেনি। শুধুমাত্র একটা পিকনিক আয়োজন করেছে। সেই পিকনিকেও আমাকে দাওয়াত দেয়নি। কার্ড পাঠাতে পারত। তারা তাদের কাজকর্মে ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাচসাসের নির্বাচন। এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থাকছে না।
এদিকে, জায়েদ খানের এই বক্তব্যের প্রেক্ষিতে বাচসাসের বর্তমান কমিটির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।