
পার্বতীপুর (দিনাজপুর)শাহিনুর রহমান
পার্বতীপুরে তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বতীপুর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। রোববার (২৮ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর এলাকার মেলার ডাঙ্গা, জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, তুলশীপুকুর, স্টেশন চত্বরসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম তারেকুল আলমসহ অন্যান্য সদস্যরা মানবিক সহায়তার গুরুত্বে গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।