শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত), সোমবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এসময় রেলওয়ে ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে রেলওয়ে পুলিশের প্রধান স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল বৃদ্ধি, স্টেশন এলাকার পরিচ্ছন্নতা রক্ষা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান বলেন, “রেলস্টেশন দেশের গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে রেলওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।”
উপস্থিত কর্মকর্তারা জানান, তাঁর এ সফরের মাধ্যমে পার্বতীপুর রেলওয়ে থানার কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।