চর বিশ্বাসে পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন ও টিফিন উপহার ছাত্র অধিকার পরিষদের
মাহমুদ হোসেন রামিম
গলাচিপা প্রতিনিধি
চর বিশ্বাস ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে উত্তর চর বিশ্বাস ছালেহা খাতুন দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও দুপুরের টিফিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর বিশ্বাস ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নেতা মাহমুদ হোসেন রামিম। আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড ছাত্র অধিকার পরিষদের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জিহাদ ইসলামসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাহমুদ হোসেন রামিম বলেন, “ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা কখনো অন্যায়ের সাথে আপস করি না, বরং ন্যায়ের পক্ষে কাজ করে যাব।”