
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (তারিখ উল্লেখযোগ্য ক্ষেত্রে) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের দুই পাশের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা ও অস্থায়ী অবকাঠামো অপসারণ করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী–লক্ষ্মীপুর সড়কটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের পথ। প্রতিদিন বিপুল সংখ্যক যান চলাচলের কারণে দীর্ঘদিন ধরে সড়কটি তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এসব সমস্যা দূরীকরণে সরকার সড়কটিকে ৪ লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করে।
উচ্ছেদ অভিযানের আগে একাধিকবার মাইকিং ও নোটিশের মাধ্যমে সংশ্লিষ্টদের সরকারি জায়গা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। এরপরও যারা স্থাপনা বজায় রেখেছিলেন, সেগুলো অভিযানে অপসারণ করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চলবে এবং সড়ক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব সরকারি জায়গা উদ্ধারের কাজ সম্পন্ন করা হবে।
সড়কটি ৪ লেনে উন্নীত হলে যান চলাচল আরও স্বাভাবিক হবে, দুর্ঘটনা কমবে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।