নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে জনসমুদ্র
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার দুপুরে শহরের প্রধান সড়কগুলোতে নেমে আসে হাজারো মানুষ। প্ল্যাকার্ড, ব্যানার ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মানববন্ধন ও মিছিল থেকে বক্তারা বলেন, ১ কোটিরও বেশি মানুষের সেবা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে নোয়াখালীকে বিভাগ ঘোষণার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরও নোয়াখালী উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে। বিভাগ ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের মানুষ তাদের প্রাপ্য সেবা ও উন্নয়ন সুবিধা পাবে।
মিছিলকারীরা একসুরে শ্লোগান তোলেন—
“বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই।”
এক প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন,
“স্বাধীনতার এত বছর পরও আমরা বঞ্চিত। এবার আর বঞ্চনা চাই না। আমাদের অধিকার আমাদের চাই।”
দিনভর জনসমাবেশ ও শ্লোগানে নোয়াখালী শহর যেন পরিণত হয় দাবির মিছিলে। আয়োজকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।