
নেত্রকোণা, দুর্গাপুর প্রতিনিধি:আনারুল ইসলাম
দুর্গাপুর উপজেলার গোপালপুর পাহাড় এলাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী–২০২৫। দিনব্যাপী অনুষ্ঠানটি আবেগ, আনন্দ ও স্মৃতিচারণে মুখর ছিল।
উপজেলা সংসদের বর্তমান সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, সমাজ পরিবর্তনের নেতৃত্ব তরুণদের মধ্যেই বেশি এবং এর জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক শিক্ষা, যুক্তিবাদী মনোভাব ও প্রগতিশীল চর্চা।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ের শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা, গান, আড্ডা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠান শেষ হয় “সংগ্রামের পথেই আমাদের ঐক্য” শপথের মধ্য দিয়ে।