স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নং জিলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্নপত্রে গরমিল দেখা দিয়েছে। শিক্ষা অফিস থেকে পাঠানো প্রশ্নপত্র সঠিকভাবে না পৌঁছানোয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পূর্ণ প্রশ্নপত্র পায়নি।
শিক্ষা অফিস থেকে ১৮ আগস্ট (সোমবার) পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঁচটি প্রশ্ন কম পাঠানো হয় এবং ২১ আগস্ট (বৃহস্পতিবার) বিজ্ঞান বিষয়ে দশটি প্রশ্ন শর্ট দিয়ে পাঠানো হয় বলে জানা যায়। বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ৩৭ জন শিক্ষার্থীর জন্য ২৭টি প্রশ্ন এবং পঞ্চম শ্রেণীর ২৯ জন শিক্ষার্থীর জন্য ২৪টি প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামারুজ্জামান নান্নু জানান, শিক্ষা অফিস থেকে যেভাবে প্রশ্ন এসেছে, সেভাবেই পরীক্ষা নেওয়া হয়েছে। এক বেঞ্চে দুইজন করে বসিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়।
তবে অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষা অফিস এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের অবহেলার কারণে শিক্ষার্থীরা পূর্ণ প্রশ্নপত্র পায়নি। এ ঘটনায় তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।