
স্টাফ রিপোর্টার: মোঃ সাগর
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৭০ বছর বয়সী খোদেজা বেগমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবু সামা (২৮) ও আরোহী ইসমাইল হোসেন আহত হয়েছেন। ঘটনা রবিবার সকাল নয়টা ১০টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ঘটে।
জানা গেছে, তিন সন্তানের জননী খোদেজা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতাপ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। মোটরসাইকেল চালক ও আরোহী নাটোরের দর্শনীয় স্থান উত্তরা গণভবন ও রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুর্ঘটনার সময় খোদেজা বেগম রাস্তা পার হওয়ার সময় মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং চালক ও আরোহীকে হেফাজতে নেওয়া হয়েছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।