
আমির হামজা , নাটোর
নাটোর: জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই ও বিএনপির নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
স্নিগ্ধ বলেন, “জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়েই সেই ত্যাগের প্রতিদান দিতে হবে। গত ১৭ বছর ধরে খুনি হাসিনার শাসনে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আমরা কখনও আপস করিনি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় এনে দেশ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছেন। শহীদ মুগ্ধ হত্যার পরও আমরা হুমকিতে দমে যাইনি। দুই হাজার শহীদের রক্তের ঋণ আমরা পরিশোধ করবো।”
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
সভা শেষে নেতাকর্মীরা ‘নবীন-প্রবীণ, বাধো জোট—ধানের শীষে দিবো ভোট’ স্লোগান দিয়ে প্রাঙ্গণ মুখরিত করেন।