পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে নেমে আসে উৎসবের রঙ। নদীর দুই পাড়ে শত শত দর্শনার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো নদী তীর।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েকটি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। ঢাক-ঢোল, বাঁশি ও উল্লাসধ্বনির সঙ্গে মাঝিদের সপ্রাণ ছন্দে এগিয়ে চলে নৌকাগুলো। পানির বুকে ছুটে চলা বৈঠার তালে তালে সৃষ্টি হয় তরঙ্গের মনোমুগ্ধকর দোলা।
নৌকা বাইচ দেখতে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ নানা বয়সের মানুষ নদীর পাড়ে ভিড় করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
আয়োজক ও স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্যে জানা যায়,
“এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে, মানুষের মাঝে সৌহার্দ্য, মিলন ও আনন্দের বন্ধন তৈরি করে।”