মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য রেলী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৮ই আগষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে এসে রেলি শেষ হয়। রেলি শেষে উপজেলা চত্ত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাওসার আলী।
বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভয়াশ্রম গড়ে তোলার কোনো বিকল্প নাই। তাঁরা মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ, কার্প জাতীয় মাছ চাষে মোঃ হেলিম, কার্প নার্সারি মাছ চাষে আনারুল হক ও ছোট (গুলশা) মাছ চাষে ৩ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করেন