কামাল হাছান, নলছিটি
ঝালকাঠির নলছিটিতে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৮ আগস্ট ) বিকালে আসর নামাজবাদ
নলছিটি পৌর এলাকার টিএন্ডটি সড়কে নতুন ভবনে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি বক্তা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, নলছিটি মডেল মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন। উল্লেখ্য এর আগে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক কমপ্লেক্স পৌর এলাকার নান্দিকাঠি এলাকায় ছিল। স্থান পরিবর্তন করে প্রতিষ্ঠানটি টিএন্ডটি সড়কে স্থানান্তর করা হয়।