নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে দেয়াল ধসে দুজন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৮টার দিকে পৌরসভা রোডের আমানবানবাগ এলাকায় মৃত সামসুদ্দিন মাষ্টারের নির্মিত ভবনের দ্বিতীয় তলার দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় বেলকনিতে থাকা রেক্সোনা (৪৫) নিচে পড়ে গিয়ে পথচারী শফিকের (২২) ওপর পড়লে দুজনেই গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।