কামাল হাছান, নলছিটি
আজ ২৫ ডিসেম্বর ২০২৪—বিশ্বব্যাপী খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, বড়দিন। এ উপলক্ষে ঝালকাঠি জেলার একমাত্র খ্রিস্টান পল্লী নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উৎসবে অংশ নিতে এবং শুভেচ্ছা জানাতে খ্রিস্ট চার্চে উপস্থিত হন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল দাস, সেনাবাহিনীর ২২ ব্যাটালিয়নের মেজর মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
চার্চের ফাদারের নেতৃত্বে অতিথিরা বড়দিনের কেক কাটেন এবং খ্রিস্টান পল্লীর বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি খ্রিস্টান পল্লীর বাসিন্দাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান নলছিটি থানার অফিসার ইনচার্জ আ. ছালাম।
এ আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপনে মোল্লারহাটের খ্রিস্টান পল্লীতে যেন বইছে শান্তি ও সৌহার্দ্যের বার্তা।