
নরসিংদী রেলস্টেশনে র্যাবের অভিযানে ট্রেন থেকে গাঁজার চালান জব্দ
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
নরসিংদী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনে অভিযান চালিয়ে গাঁজার একটি চালান জব্দ করেছে র্যাব। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্দ করা চালানটি চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেনযোগে আখাউড়া জংশনে আসে। সেখানে কিছু সময় অবস্থানের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যেই নরসিংদীতে র্যাবের অভিযানে এটি জব্দ হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—আখাউড়া জংশনে দীর্ঘ সময় অবস্থান করা সত্ত্বেও চালানটি প্রথমে সনাক্ত করা সম্ভব হয়নি কেন। এ বিষয়ে এখনো কোনো দায়িত্বশীল সংস্থার আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
র্যাব জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।