
লেখক: মো: হৃদয় চৌধুরী, বান্দরবান জেলা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৬ তারিখে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পরিষদ সংলগ্ন মার্মা পাড়ায় ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান/উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনজুর আলম।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শাহ আলম মুকুল এবং উপসচিব আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন। এছাড়াও স্থানীয় প্রতিনিধি ও জনগণ উপস্থিত ছিলেন।
যুগ্ন সচিব শাহ আলম মুকুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের দল, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, আনছার, বিজিবি ও সেনাবাহিনীসহ প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন।