
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় ধানের শীষের পক্ষে বিশাল এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায় নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভার সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সালথা উপজেলা মহিলা দলের নেত্রী ফারজানা আক্তার এবং নগরকান্দা পৌর মহিলা দলের নেত্রী চুমকি জামান।
সমাবেশে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামচুন্নাহার রেবা সহ অন্যান্য নেতৃবৃন্দ।