মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্টে মঙ্গলবার বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে উর্মী নামের এক নারী বাড়িওয়ালার আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, মায়ের মৃত্যুর পর একাকিত্বে পড়েন তিনি। মাথার গোঁজার ঠাঁই খুঁজতে চলতি বছরের মার্চে চকদেব ননিয়া পাড়ার একটি বাসা ভাড়া নেন। বাসাটির মালিক ফরিদ হোসেন থাকেন রংপুরে, আর সার্বিক দেখাশোনা করেন তার ভাগিনা ইদ্রিস আলী।
উর্মীর অভিযোগ, ইদ্রিস ভাড়াটিয়ার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে কুপ্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় বাসায় ঢোকার চেষ্টা করে। পরবর্তীতে অগ্রিম ভাড়া বাবদ চার ভরি ওজনের একটি সোনার চেইন জামানত হিসেবে গ্রহণ করে। যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এ বিষয়ে বাসার মালিক ফরিদ হোসেনকেও অবহিত করেছিলেন তিনি।
কিন্তু এখন ইদ্রিস ওই চেইন ফেরত দিতে অস্বীকার করছে এবং উল্টো তাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন উর্মী। তার দাবি, গত ২৭ আগস্ট বাড়িওয়ালা ফরিদসহ কয়েকজন লোক ঘরের দরজা ভেঙে তার ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এরপর থেকে রাতের বেলায় বিভিন্ন খারাপ প্রকৃতির লোক দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উর্মী জানান, তিনি বাসা ছাড়তে রাজি আছেন, তবে অগ্রিম জামানত হিসেবে নেওয়া সোনার চেইন ফেরত চাই।