সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে লাগামহীন ঘুষ, দুর্নীতি ও কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং নাগরিক সেবায় হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁ পৌরসভার সামনে নাগরিক উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ নওগাঁর আহ্বায়ক ও শিক্ষক জাহিদ রাব্বানী রশিদ, সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দেওয়ান মাহবুব আল হাসান।
বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সুজন সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, নওগাঁর সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে ন্যায্য সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে এবং পড়তে হচ্ছে নানা হয়রানির মুখে। তারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণ, শহরের বেহাল সড়ক সংস্কার, অবৈধ ইটভাটা বন্ধ, পৌরসভার চাপানো অতিরিক্ত কর বাতিল এবং যানজট নিরসনে দ্রুত ফোরলেন সড়ক নির্মাণের দাবি জানান।
বক্তারা বলেন, “রাষ্ট্র ও প্রশাসনের উন্নয়ন কেবল কাগজে-কলমে নয়, তা বাস্তবেও প্রতিফলিত হতে হবে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া জনগণের ভোগান্তি দূর হবে না।”
সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় এ ধরণের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।