
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রেহেনা বানুর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিও ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রবিউল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম।
বক্তারা বলেন, রেহেনা বানু একজন উদার মনের মানুষ ও আদর্শ শিক্ষক। শিক্ষার্থীদের প্রতি তিনি সবসময় স্নেহশীল ছিলেন এবং দায়িত্ব পালনে ছিলেন নিষ্ঠাবান। কোনো শিক্ষক বিপদে পড়লে তিনি দ্রুত এগিয়ে যেতেন ও খোঁজখবর নিতেন। তার দীর্ঘ কর্মজীবন শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। বক্তারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাণীশংকৈলের অবসরপ্রাপ্ত টিইও আব্দুল জব্বার,
পীরগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুশা সরকার,
পীরগঞ্জ দক্ষিণ কাচনের প্রধান শিক্ষক মতিয়র রহমান,
রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন,
আত্রাই উপজেলার ভবানীপুর জি.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান,
ইউপি সদস্য মসলেম উদ্দিন,
অবসরপ্রাপ্ত শিক্ষিকা শরিফা খানম,
অবসরপ্রাপ্ত উপ-শিক্ষা অফিসার রোকসানা আনিসা,
বিদায়ী শিক্ষিকার বাবা আলহাজ্ব ওমর আলী মাস্টার এবং আলহাজ্ব আব্দুল মালেক মোল্লাসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তনদের মিলনমেলায় পরিণত হয়। বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিদায়ী প্রধান শিক্ষিকা মোসাঃ রেহেনা বানু বলেন,
“দীর্ঘ জীবনের শিক্ষকতা শেষে আজ নিজেকে সার্থক মনে করছি। শিক্ষক ও শিক্ষার্থীরা আমাকে বিদায় সংবর্ধনা দিয়ে যে সম্মান দেখিয়েছে তা কখনই ভোলার নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।