
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে এবং জেলা মনিটরিং অফিসার মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার মোহাম্মদ মামুন-অর-রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
বক্তারা প্রাণিসম্পদের সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, খামারিদের করণীয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের মূল প্রতিপাদ্য—
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি”
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, খামারি, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন।