
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশী নুরুল হুদা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় সচেতনতা বিষয়ে এক উঠান বৈঠকে মতবিনিময় করেছেন।
গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই বৈঠকে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, পূজামণ্ডপ কমিটির সভাপতি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নুরুল হুদা বলেন,
“বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি।”
তিনি আরও বলেন,
“রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়; বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে।”
এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন,
“ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়।”
তাঁরা এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, “আমাদের নুরুল হুদা টিম”-এর সদস্য তাহেরুল ইসলাম, পাভেল ও অরুণ রায় প্রমুখ।