কাউছার আহমেদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে যমুনা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা জব্দ ও দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, অভিযানে মৌসুমি একটি নৌকা জব্দ ও দুই হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।
ইউএনও নাহিয়ান নুরেন বলেন, মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।