সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
১২ জন শিক্ষকের পদোন্নতির জন্য নিয়োগ স্থায়ী করণের অজুহাতে এবং পদোন্নতি হবেনা মর্মে ৭ জন শিক্ষকের নিকট থেকে রুপালি ব্যাংক হাট ফুলবাড়ি শাখায়,৫০.০০০, হাজার টাকা করে জোর পূর্বক আদায় করে নেন।
। অবশিষ্ট ৫ জনের নিকট থেকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। (সরাসরি প্রমাণিত) ৭।
নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের নিকট থেকে ব্যাংক ও হাতে হাতে এক লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট প্রায়,২৫
(পচিশ লক্ষ) টাকা ঘুষ গ্রহণ করেন।
শিক্ষক/কর্মচারীদের অবসর গ্রহণকালীন চেক মারফত টাকা গ্রহণ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) উদাহরণ মোঃ রেজাউল করিম পরিশোধ করেন। অধ্যক্ষ মৌ মোজাফফর আত্মসাৎ করেন।
উপরে উল্লেখিত ২,২৯,০০,০০০/- দুই কোটি উনত্রিশ লক্ষ প্রায় টাকা আত্মসাৎ কারী অধ্যক্ষ মুহম্মদ মোজাফফর হোসেনের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
সমন্বয়কারীরা হলেন ঐই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোঃ শাকিব হাসান, পার্থ ইসলাম, সাবিহা ইসলাম,মলি আক্তার,রিততিকা, সাজ্জাদ ও অএ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।