
শাহিনুর রহমান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পার্বতীপুর উপজেলা শাখার আহ্বায়ক হান্নান আশরাফী প্রিন্স। সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী নেওয়াজ শোভন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শতাব্দীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে সভাপতি মঞ্জুরুল আজিজ পলাশ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।