
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের বৌ-বাজার, কৈপাড়া ও নাইটপাড়া এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এসময় মিছিল, ডোর-টু-ডোর প্রচারণা এবং পথসভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল বলেন,
“সদর আসনে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন চাইছি। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীরা একযোগে মাঠে কাজ করছেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে অসহায় পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করে কমমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এসময় আরও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস,
সাবেক প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু,
জেলা বিএনপির তাঁতি সম্পাদক ও সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু,
২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রস্তম আলী,
আব্দুল খালেক, আব্দুল কাদেরসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী।
আরও সম্পাদনা বা ভিডিও ভয়েসওভার ভার্সন লাগলে জানাবেন।