কামাল হাছান, নলছিটি
নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইন চার্জ (ওসি) জনাব আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়ন ও তাদের মধ্যে ক্রীড়া চেতনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।