
মোঃ শাহাজাহান আলী, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের পীরপাড়া গ্রামের পাশে ডাংগারহাট ডালিয়ারপার ক্যানেলের কাছে এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃত ভ্যান চালকের নাম মোঃ জাবেদ আলী (৫০), পিতা: কাশেম আলী। তিনি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া গ্রামের বাসিন্দা। জাবেদ আলী রাতে পাখি ও মাছ শিকারের জন্য বের হতেন। মঙ্গলবার রাতেও তিনি শিকার করার জন্য ফাঁদে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা প্রথমে মনে করেছিলেন তিনি প্রতিরাতের মতো শিকার করছেন।
পরবর্তী সকালে জানতে পারা যায়, অজ্ঞাত ব্যক্তিরা জাবেদ আলীকে হত্যা করে ক্যানেলের পাশে রেখে গেছে। হত্যাকান্ডটি এমন একটি স্থানে ঘটেছে যা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সীমানার কাছাকাছি। তবে মৃতদেহ আলমপুর ইউনিয়নের অংশে পাওয়ায় তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে রংপুর জেলা সি আই ডি ও পিবিআই-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হত্যার তদন্তের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।