সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধি:
ডিবি বগুড়ার একটি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামি, বগুড়া সদর থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫০) গ্রেফতার হয়েছেন।
১৯ জুলাই ২০২৫, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল লতিফ মন্ডল, ঠিকানা– নিশিন্দারা, বগুড়া সদর, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ৯টি মামলাসহ মোট ২১টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক আইন, এবং দুর্নীতি দমন কমিশন আইনে দায়ের করা মামলা। এসব মামলার অনেকগুলোই বর্তমানে তদন্তাধীন এবং বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি বগুড়া জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।