
ঠাকুরগাঁও প্রতিনিধি মো. আরফান আলী :
ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতেই এক গণমাধ্যম কর্মীর ক্যামেরা ভাঙচুর, হুমকি ও মারধরের অভিযোগ উঠে এসেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ঘটনায় তদন্তে যায় সদর থানা পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহ করতে কয়েকজন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হঠাৎ এক ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে এক সংবাদকর্মীর মোবাইল ক্যামেরা ছিনিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হুমকি ও ধাক্কাধাক্কির মতো আচরণ করেন। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে চাইলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী সংবাদকর্মী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতারা বলেন, “সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”
দোষী ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।