
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা, মোবাইল লুট এবং শ্লীনতাহানির অভিযোগে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডা. ফরিদ জানান, ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে গেলে মহিলা জামায়াত কর্মী জোৎস্না খাতুন, রাফিজা, নাসিমা, কামরুন্নাহার তুলি, বিলকিসসহ অন্যান্য নারী কর্মীর উপর হামলা চালানো হয়। অভিযুক্তরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় এবং মোবাইল ভাংচুর করে।
হামলায় অন্তত ১০ জন নারী কর্মী আহত হন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি, অভিযোগ করা হয়েছে এলাকায় রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।
ডা. ফরিদ জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ তিনি যশোর জেলা রিটার্নিং অফিসার এবং ঝিকরগাছা থানায় দাখিল করেছেন। সংবাদ সম্মেলনে যশোর জেলা জামায়াত ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।